রোজ ডায়েটে বাদাম, দানাশস্য রাখলে এই ৫ উপকার পাবেনই

স্বাস্থ্য ভাল রাখতে প্রতি দিনে ডায়েটে বাদাম ও দানা শস্য রাখার কথা চিকিত্সকরা বলে থাকেন। বাদাম ও শস্যে থাকা পুষ্টিগুণ বিভিন্ন ভাবে স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে, তেমনই খিদেও মেটায়। টুকটাক মুখ চালাতে ইচ্ছা হলে ফাস্ট ফুডের বদলে খেয়ে নিন একমুঠো বাদাম। ডায়েটিশিয়ানরা বলে থাকেন এটাই সেরা স্ন্যাকস। জেনে নিন রোজ বাদাম খেলে কী কী উপকার হয় শরীরের।

বাদাম খিদে কমাতে সাহায্য করে। ফলে প্রতি দিনের ডায়েটে বাদাম ও দানা শস্য থাকলে তা শরীরের সঠিক ওজন ধরে রাখতে সাহায্য করে।

বাদাম ও শস্যে পলি ও মনোস্যাচুরেটেড ফ্যাট থাকার কারণে হার্টের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।
ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফল অনুযায়ী সপ্তাহে ৫ দিন বাদাম খেলে হার্টের অসুখের ঝুঁকি কমে ৩৫ শতাংশ পর্যন্ত।

বাদাম ও শস্য জাতীয় খাবারে ভিটমিন ই ও ওমেগা থ্রি ফ্যাটি থাকে। যা চুলের জন্য উপকারি। এ ছাড়াও এতে থাকা সেলেনিয়াম ও জিঙ্ক ত্বক সুস্থ রাখতে অত্যন্ত উপকারি। ভিটামিন বি৬ ও বায়োটিন থাকার কারণে নখে স্বাস্থ্য ভাল রাখতেও উপকারি বাদাম।

বাদাম ও শস্য জাতীয় খাবার সারা শরীরের যে কোনও অংশে প্রহাদ কমাতে সাহায্য করে। আমেরিকান জার্নাল অব ক্লিনিকাল নিউট্রিশনে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী যারা নিয়মিত বাদাম খান তাদের প্রদাহজনিত রোগে ভোগার ঝুঁকি ৫১ শতাংশ পর্যন্ত কমে যায়।

বাদাম ও দানা শস্য জাতীয় খাবারে ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, ফসফরাসের মতো মিনারেল থাকে।
যা হাড়ের স্বাস্থ্য ভাল রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও এনার্জি বাড়াতে সাহায্য করে।



মন্তব্য চালু নেই