রোজা রেখে খেলতে নেমেও হাফ সেঞ্চুরি করেছিলেন রিয়াদ!
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজে তিনি ছিলেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ফিরেছিলেন জুলাইয়ে। কিন্তু প্রথম ওয়ানডেতে ‘গোল্ডেন ডাক’-এর পর দলের শ্রীলঙ্কান কোচ চান্দিকা হাতুরুসিংহের সন্দেহ হয় ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নন রিয়াদ।
ফলে, সিরিজের বাঁচা মরার লড়াইয়ে ১২ জুলাই তিনি চেয়েছিলেন রিয়াদকে দলের বাইরে রাখতে। দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক নিউ এজ জানিয়েছে, নিজের ইচ্ছার কথা হাতুরুসিংহে অধিনায়ক মাশরাফি ও সহ-অধিনায়ক সাকিব আল হাসানকে জানিয়েছিলেন। কিন্তু তারা তাতে আপত্তি জানান।
তখন ছিল রমজান মাস। একাদশে জায়গা পাচ্ছেন না ভেবে রোজা রেখেছিলেন রিয়াদ। কিন্তু টসের ঠিক আগে তাকে খেলিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে নেয় টিম ম্যানেজমেন্ট। রিয়াদ রোজা রেখেই খেলতে নেমেছিলেন। আর বলে রাখা ভাল, তার হাফ সেঞ্চুরিতেই সিরিজে ফিরে আসে বাংলাদেশ।
মন্তব্য চালু নেই