রোজা রেখেই খেলছিলেন আহত হওয়া সোহরাওয়ার্দি শুভ

রোজা রাখা অবস্থায় সকালে ব্যাট করতে নেমেছিলেন ভিক্টোরিয়ার সোহরাওয়ার্দি শুভ। ব্যাট করার সময়ে তাসকিন আহমেদের বলে গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন এখন তিনি। এখন তিনি অনেকটাই শঙ্কামুক্ত।

ভিক্টোরিয়ার ব্যাটিং ইনিংসের ২৫তম ওভারে ব্যাট করছিলেন। এই ওভারটি করছিলেন তাসকিন। ওভারের তৃতীয় বলটি লাগে শুভর হেলমেটের ঠিক নিচে, ঘাড়ের ডানপাশে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন। তবে জ্ঞান হারান নি তিনি।

অবাক করার বিষয় হলো দেশের এত বড় একটা ঘরোয়া টুর্নামেন্টে মাঠে অ্যাম্বুলেন্স রাখেনি বিসিবি। সঙ্গত কারণে মিরপুর থেকে গুলশান অ্যাপোলো হাসপাতালে নিতে ২০ মিনিট দেরি হয়ে যায়। পরে একটি মাইক্রোবাসে করে শুভকে হাসপাতালে নেয়া হয়! বিকেল নাগাদ শারীরিক অবস্থা সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাবে।

শুভকে হাসপাতালে পাঠিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, ‘তাৎক্ষণিক চারটি পরীক্ষার তিনটির ফল ভালো। একটিতে চিন্তা আছে। চোখে আলো ফেলার পর পিউপিল নড়ছে না। নড়ার কথা।

এই প্রতিবেদন লেখার সময় জানা গেছে, ডাক্তারের কথায় সাড়া দিচ্ছেন। কিন্তু চোখ খুলতে পারছেন না। কথা বলতেও কষ্ট হচ্ছে।



মন্তব্য চালু নেই