রোবট বইবে আপনার ভারী বোঝা [ভিডিও]

বেশিরভাগ কারখানা গুলোতে শ্রমিকদের শারীরিক পরিশ্রম করতে হয়। এতে শ্রমিকদের শরীরের ওপর যেমন অত্যাধিক চাপ পরে তেমনি মানসিক চাপেও থাকেন তারা। শ্রমিকদের এই চাপ থেকে মুক্তি দিতে এবং কল কারখানায় কাজকে সহজ করার জন্য বিশ্ববিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক আবিষ্কার করল রোবোটিক অ্যাসিস্ট ডিভাইস। যা মানুষের কাজকে সহজ করবে। এ সম্পর্কে প্যানাসনিক একটি ভিডিও পোস্ট করেছে যেখানে দেখা গেছে মেশিন কিভাবে মানুষের অঙ্গের সাথে যুক্ত হয়ে কাজকে সহজ করে।
ভিডিওতে যে প্রযুক্তিগুলো দেখানো হয়েছিল তাদের মধ্যে একটি ছিল দ্য অ্যাসিস্ট স্যুট এবং অন্য আরেকটি ছিল নিনজা। এই দুটি প্রযুক্তি পর্যায়ক্রমে শরীরের নিচের অংশ এবং পা কে সহযোগিতা করে।
এই ডিভাইস ব্যবহার করে ভারী বস্তু উত্তোলন করা সহজ এবং কোন কিছু বহন করে ওপরে উঠানোও সোজা।
এই স্যুটগুলো পরিধান করে অন্যান্য স্বাভাবিক কর্মকান্ডেও তেমন কোন সমস্যা হয় না। এই ডিভাইসগুলো বেশ ব্যয়বহুল এবং সীমিত। এই স্যুটগুলো একবার চার্জে ৮ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায়।
দেখুন ভিডিওতেঃ
https://youtu.be/zGmymin7d0o
























মন্তব্য চালু নেই