রেকর্ড গড়ে মাহফুজা শিলার দ্বিতীয় স্বর্ণ জয়
ভারতে চলতি এসএ গেমসে ব্যক্তিগত দ্বিতীয় স্বর্ণ জিতলেন যশোরের নওয়াপাড়ার মেয়ে মাহফুজা খাতুন শিলা। সোমবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে স্বর্ণ জিতেন তিনি। গতকাল রবিবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে স্বর্ণ জিতেন শিলা।
সোমবার সোনা জিততে মাহফুজা ভেঙেছেন দশ বছরের পুরোনো রেকর্ড। ৩৪.৮৮ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেছেন ২০০৬ সালের কলম্বো গেমসে শ্রীলঙ্কার রাহিম মাইয়ুমির টাইমিং (৩৪.৯৮)।
এবার বাংলাদেশের এটি তৃতীয় স্বর্ণ জয়। গতকাল দেশকে প্রথম স্বর্ণ এনে দেন মাদারীপুরের কন্যা মাবিয়া আক্তার। নারীদের ভারোত্তোলনের ৬৩ কেজি ইভেন্টে এই কৃতিত্ব দেখান মাবিয়া।
মন্তব্য চালু নেই