রেকর্ড গড়া হলো না মেসির

ইউরোপ সেরার প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে শনিবার রাতে মুখোমুখি হয় বার্সেলোনা ও জুভেন্টাস। এই ম্যাচে মাঠে নামার আগে বেশ কয়েকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। মাত্র একটি গোল করতে পারলেই তিনি দুটি রেকর্ডের মালিক হয়ে যেতেন।

শনিবার তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেন মেসি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে তিনটি ফাইনালে গোল করার রেকর্ড কারো ছিল না। মেসি একটি গোল করতে পারলেই নতুন এই রেকর্ডটির মালিক হয়ে যেতেন। এর আগে ২০০৯ ও ২০১১ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে গোল করেছিলেন মেসি।

একটি গোল করতে পারলেই এককভাবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যেতে পারতেন আর্জেন্টাইন তারকা। বর্তমানে ৭৭টি গোল নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। আগামী মৌসুমের আগে আর রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি।



মন্তব্য চালু নেই