রেকর্ড গড়ার পথে বিশ্বকাপের টিকিট বিক্রি

১৪ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে ক্রিকেট বিশ্বকাপের একাদশ আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে এবারের এই বিশ্বকাপ। মোট ৪৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তার মধ্যে গ্রুপ পর্বের ৪২টি। কোয়ার্টার ফাইনালে ৪টা। সেমিফাইনাল ২টি ও ফাইনাল একটি। এই ৪৯টি ম্যাচের টিকিট বিক্রি চলছে।

ইতিমধ্যে সাড়ে সাত লাখ টিকিট বিক্রি হয়েছে। বিশ্বকাপ শুরু হতে এখনো ৯দিন বাকি। এই সময়ের মধ্যে আরো অনেক টিকিট বিক্রি হবে। সেক্ষেত্রে বলা যায় এক মিলিয়ন (১০ লাখ) টিকিট বিক্রির রেকর্ড গড়তে যাচ্ছে ২০১৫ বিশ্বকাপ। বিশ্বকাপ যত কাছে আসছে ততই বাড়তে টিকিট বিক্রির চাপ।

আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘এবারের আইসিসি বিশ্বকাপ হবে সবচেয়ে খোলামেলা ও সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাই সকলকে বলব, মাঠে আসুন। আপনার দলকে সমর্থন করুন।’

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২৩ বছর আগে বিশ্বকাপের আসর বসেছিল। ২৩ বছর পর বিশ্বকাপ এই অঞ্চলে আয়োজিত হওয়ায় সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তা ছাড়া বিশ্বকাপের জন্য এই অঞ্চল বেশ উপযোগী। বিশ্বকাপের পরিবেশ ও আমেজ ভালোভাবেই টের পাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মানুষজন।



মন্তব্য চালু নেই