রেউসের গাড়িচালক হতে চান নারী মডেল
ফুটবল মাঠে কঠিন এক সময় পার করছেন মার্কো রেউস। বিশ্বকাপ স্বপ্ন চুরি হওয়ার পর ইনজুরি-শত্রুতায় বরুশিয়া ডর্টমুন্ডের জার্মান মিডফিল্ডার মাঠে ফিরতে পারছেন না। কিন্তু তাই বলে থেমে নেই ২৫ বয়সী ফুটবলারের ব্যক্তিগত জীবনের পালা-পার্বণ। উত্থান-পতনের সাথে সাথে চলছে রেউসের জীবনের লেনাদেনাও।
এই তো এক সপ্তাহ আগে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে লাইসেন্স না নিয়ে ড্রাইভিং করায় ৪ লাখ ২৭ হাজার পাউন্ড জরিমানা গুণতে হয় তাকে। নিষিদ্ধ হন ড্রাইভিংয়ে। এর মাঝেই বাম্পার এক অফারও পেলেন রেউস। সিগন্যাল ইদুনা পার্কের ফুটবলারের ব্যক্তিগত ড্রাইভার হতে চান জার্মানির বিখ্যাত মডেল জর্ডান কারভার। তবে এর জন্য দুটি শর্তও জুড়ে দিয়েছেন ২৮ বছর বয়সী মডেল।
কারভার এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার ভালোবাসা রেউস। আমি শুধুমাত্র তোমার ব্যক্তিগত চালকই হতে চাইনা, বরং তোমার ড্রাইভিং লাইসেন্স পেতেও সাহায্য করতে পারি। এর জন্য অবশ্য নিন্মোক্ত শর্ত পূরণ করতে হবে তোমায়। হয় তোমাকে আমার ভালোবাসায় সাড়া দিতে হবে নতুবা ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দিতে হবে। হ্যাঁ, আমি কিছুটা লোভী। কিন্তু দুটি প্রস্তুাবই আকর্ষণীয়।’
মন্তব্য চালু নেই