রূপপুরে পারমানবিক বিদুৎ প্রকল্প বাতিলের দাবি
রূপপুর পারমানবিক বিদুৎ প্রকল্প বাতিল করে সেখানে সৌর বিদুৎ প্রকল্প প্রতিষ্ঠার দাবী জানিয়েছে জাতীয় গণফন্ট। পাবনা প্রেস ক্লাবে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস। লিখিত বক্তবে তিনি পারমানবিক বিদুৎকে ভয়াবহ ও বিধ্বংসী উল্লেখ করে বলেন, দেশে বিদুৎ প্রয়োজন তবে পারমানবিক বিদুৎ নয়। দরকার হলে পরিবেশ বান্ধব ও পাশ্বপ্রতিক্রিয়া মুক্ত সৌরবিদুৎ যা সল্প খরচে আমাদের দেশীয় চাহিদা মেটাতে সক্ষম। তিনি বলেন, পারমানবিক বিদৎ প্রকল্প বাস্তবায়ন হলে জিবন পরিবেশ ও সম্পদ মারাত্নক ক্ষতির মধ্যে পরবে। তিনি এ প্রকল্পের বিরুদ্ধে জনগনকে ঐক্যবদ্ধ হতে আহবান জানান। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, গণফন্ট পাবনা জেলা সমন্বয়ক হাসিবুর রহমান , সহঃ সমন্বয়ক আঃ শুকুর, জেলা সদস্য আঃ কুদ্দুস ও মাহতাব, জাতীয় মুক্তি কাউন্সিল পাবনা জেলা মজিবুর রহমান সহ অনেকে। উল্লেখ্য রূপপুর পারমানবিক বিদুৎ প্রকল্প একটি সরকারি প্রকল্পাধিন উদ্দোগ। ১৯৬১ সালে এটি গ্রহন করা হয়। ১৯৭১ এর পর অথের অভাবে এটি পরিত্যক্ত হয়। ২০০৮ এ তৎকালিন তত্ত্বাবধায়ক সরকার এ পকল্প টি নিয়ে রাশিয়ার সাথে যোগাযোগ করেন। এরপর ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি আবার রাশিয়ার সাথে বাংলাদেশ সরকার প্রাথমিক চুক্তি করে। চুক্তি অনুযায়ি রাশিয়া সরকার দুটি ইউনিট স্থাপন শুরু করেন।
মন্তব্য চালু নেই