রূপগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সুতার কারখানায় বয়লার বিস্ফোরণে কমপক্ষে ১২ জন দগ্ধ হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রূপগঞ্জে নোয়াব আলী স্পিনিং লিমিটেড কোম্পানিতে বয়লার বিস্ফোরিত হয়। এতে কমপক্ষে ১২ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ব্যক্তিরা হলেন রোকনুজ্জামান (৪০), ওয়াদুদ (২৫), হাসিব (১৮), নাসিমা (১৬), হাওয়া বেগম (২০), আসমা বেগম (৩০), আফরোজা বেগম (৩৫), ইসমাইল (৫৫), কহিনূর বেগম (৩৫), রিমু (১৪), নয়ন তারা (১৪)।
এর মধ্যে আসমা বেগমের ৩৫ শতাংশ, আফরোজা বেগমের ৬০ শতাংশ, কহিনূর বেগমের ৭০ শতাংশ, নয়ন তারার ২৪ শতাংশ শরীর পুড়ে গেছে।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, বয়লার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে অধিকাংশের শ্বাসনালি পুড়ে গেছে। তাই তাদের অবস্থা আশঙ্কাজনক।



মন্তব্য চালু নেই