রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।

উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা উত্তরপাড়া এলাকায় শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ভোর পৌনে ৪টার দিকে জিন্দা উত্তরপাড়া এলাকায় ব্যবসায়ী আবদুর রাজ্জাক শিকদারের বাড়িতে হানা দেয় ১০-১৫ জনের ডাকাত দল।

এ সময় তারা এক লাখ টাকা ও ৩২ ভরি স্বর্ণ লুটে নেয়। রাজ্জাক শিকদার চিৎকার দিলে প্রথমে বাড়ির লোকজন ও পরে প্রতিবেশীরা সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হন।

এ ছাড়া আহত একজনকে উদ্ধার করে রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।



মন্তব্য চালু নেই