রুয়েটে গ্রীষ্মকালীন ও রমজানের ছুটি শুরু ১ জুন

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গ্রীষ্মকালীন এবং পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতরের অবকাশ শুরু হচ্ছে ১ জুন বুধবার থেকে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ জুন থেকে ৫ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে রুয়েট বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগসমূহের কাজ যথারীতি চলবে।

এছাড়া রুয়েটে পবিত্র রমজানের অবকাশ ৬ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে। অবকাশকালীন সময়ে কোন প্রকার ক্লাশ অনুষ্ঠিত হবে না। তবে পূর্ব থেকে নির্ধারিত সকল বিভাগের পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। রমজানের অবকাশকালে রুয়েটের অফিসের সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।



মন্তব্য চালু নেই