রুবেল-সাব্বিরের আমুদে ডিনার…
ভারতের ‘এ’ দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ ‘এ’ দলকে হারতে হয়েছে ৯৬ রানের বড় ব্যবধানে। তবে, এতে একদমই মানসিক ভাবে ভেঙে পড়েননি সফরকারীরা।
নিজেদের মতো খেলার বাইরে আমোদেই সময় কাটাচ্ছেন তারা। বেঙ্গালুরুর রিজ কার্লটন হোটেলের ডাইনিংয়ে এক সাথে ডিনারে দেখা গেল দুই ক্রিকেটার রুবেল হোসেন ও সাব্বির রহমান রুম্মানকে।
শুধু ডিনার করেই ‘হ্যাপি’ হলেন না রুবেল-সাব্বির। তুলে ফেললেন সেলফিও। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে নিজেই সেলফিটা পোস্ট করেন সাব্বির।
আর ছবিতে ক্যাপশন ছিল, ‘রুবেল হোসেনের সাথে ডিনারের সময়ে। দারুণ লাগছে।’
মন্তব্য চালু নেই