রুবেল যখন ‘ফটোগ্রাফার’
বিশ্বকাপের মূলযজ্ঞে মাঠে নামার আগে বেশ চনমনে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে।
বুধবার সিডনির ব্লাকটাউনে বাংলাদেশ দলের অনুশীলনে ক্যামেরা নিয়ে মাঠে নেমে পড়েন রুবেল। এ সময় পেশাদার ফটোগ্রাফারের মতো ক্যামেরা নিয়ে ইতিউতিও করতে দেখা যায় টাইগার পেসারকে। তিনি কখনো বা প্রকৃতিতে মনোনিবেশ করলেন। আর কখনো আলতো ক্লিকে সতীর্থদের ছবি ফ্রেমবন্দি করলেন। এ সময় হাসিও লেগে ছিল তার মুখে। যা বাংলাদেশ দলের জন্য শুভ এক বার্তাই। কেননা অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে তার মতো বোলারই টাইগার সমর্থকদের ইতিবাচক কিছু উপহার দিতে পারেন।
অথচ মাস খানেক আগেও কেমন অনিশ্চয়তার একটা দোলাচলে ছিলেন রুবেল। হ্যাঁ, মাঠের বাইরের বিতর্কিত ইস্যুতে তার বিশ্বকাপ খেলা হয় কিনা সেটা নিয়েও শঙ্কা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ছাপিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নেন তিনি। এরপর আনঅফিশিয়াল প্রস্তুতি শেষে পাকিস্তানের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচেও খেলেন রুবেল। ব্লাকটাউনের সেই ম্যাচে ৮ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন ২৫ বছর বয়সী ক্রিকেটার। এখন বৃহস্পতিবার একই ভেন্যুতে আয়ারল্যান্ড পরীক্ষার অপেক্ষা। আফগানদের বিপক্ষে ১৮ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।
মন্তব্য চালু নেই