রুবেল-তাসকিনদের সুসংবাদ দিলেন আকরাম

এক সময় বাংলাদেশ ক্রিকেট দলে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের চেয়ে গতিতে বল করার মতো পেসারের অভাব ছিল। যদিও এরকম দুই-একজন বোলার দলে আসতেন, কিন্তু বেশি দিন স্থায়ী হতে পারতেন না।

কিন্তু বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জোয়ারে এসেছেন কয়েকজন দ্রুত গতির বোলারও। নাম উল্লেখ করতে গেলে বর্তমান দলের রুবেল হোসেন ও তাসকিন আহমেদের কথাই বলতে হয়। নিয়মিত ১৪০-এর চেয়ে বেশি গতিতে বল করার যথেষ্ট সামর্থ্য রয়েছে তাদের। তাসকিন-রুবেলদের মতো গতির বোলারদের ‘উজ্জ্বল ভবিষ্যৎ’ দেখছেন ওয়াসিম আকরাম।

যুক্তি দেখিয়ে পাকিস্তানের কিংবদন্তি এই পেসার বলেন, ‘ক্রিকেটে জোরে বল করা ক্রমেই গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠছে। পেসারদের ভাবতে হবে কীভাবে আগামী ১০ বছর জোরে বল করা যায়। জোরে বোলিং মানে শুধু একটা ভালো স্পেল নয়। দীর্ঘমেয়াদে জোরে বল করতে হবে।’

তিনি আরো বলেন, ‘একজন দ্রুতগতির বোলারকে জানতে হয় কখন ইয়র্কার দিতে হবে, কীভাবে ফিল্ডিং সাজাতে হবে, কীভাবে পরিস্থিতি বিচার করতে হবে। এই কাজটা তাদের শিখতে হবে। যে সব দ্রুতগতির বোলাররা গতি, স্যুইং এবং সঠিক লাইন-লেন্থ ঠিক রেখে বল করবে, আগামী দিনে তারাই ক্রিকেটে আধিপত্য বজায় রাখবে বলে আমি মনে করি।’



মন্তব্য চালু নেই