রুবেলকে দেখতেই খেলা দেখেছি : হ্যাপি

বাংলাদেশ আজ আফগানিস্তানের বিপরীতে খেলেছে। বাংলাদেশের জয় হোক এ আশায়, গোটা জাতি টিভি পর্দার দিকে তাকিয়ে ছিল। আমিও ছিলাম। তবে শুধু খেলা দেখতে নয়। আমি দেখছিলাম রুবেলকে। একথা বলেছেন চিত্রনায়িকা হ্যাপি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের প্রেমকাহিনি নিয়ে দেশে-বিদেশে চলছে নানা গুঞ্জন। তাই সবারই হয়তো আগ্রহ খেলা নিয়ে চিত্রনায়িকা হ্যাপির মন্তব্যে কী?

খেলা শুরুর আগে অনেকেই হ্যাপিকে ফোন করে রুবেলকে জড়িয়ে নানা প্রশ্ন করেন বলে জানা যায়। এ নিয়ে তিনি বিরক্ত। তাই খেলার শুরুতেই তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

হ্যাপি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন ‘হাত জোড় করে সবাইকে বলছি, বাংলাদেশ হারুক বা জিতুক অথবা স্পেশালি রুবেল উইকেট পেল কী পেল না, খারাপ-ভালো যাই হোক, আমাকে কেউ ফেসবুকে বা মোবাইলে জ্বালাবেন না।’

এদিকে হ্যাপির স্ট্যাটাস নিয়ে কিছু অনলাইন পত্রিকা সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হ্যাপি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ পর্যন্ত আমি খেলা বিষয় কোনো কমেন্টস কাউকে দেইনি। আমাকে না জিজ্ঞেস করেই কিছু সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করেছে।’

আজকের খেলা প্রসঙ্গে হ্যাপি বলেন, ‘সাধারণত আমি ক্রিকেট খেলা দেখি না। আজ শুধু রুবেলকে দেখার জন্যই এ ম্যাচটি দেখছি। আর সব বাংলাদেশির মতো আমিও চাই বাংলাদেশ জিতুক। তারপরেও কেন সবাই আমাকে এ বিষয়ে প্রশ্ন করে আমি বুঝতে পারছি না? আমাদের ব্যক্তিগত কারণে আমি কখনই চাই না বাংলাদেশ হেরে যাক।’



মন্তব্য চালু নেই