রুনা লায়লার জন্য গাইবেন তারা
বাংলাদেশের গানের পাখি রুনা লায়লার জন্মদিন উপলক্ষে বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’ বিশেষ পর্ব প্রচারিত হবে। সাপ্তাহিকভাবে প্রতি শুক্রবার রাত ১১টায় শুরু হয় সরাসরি সম্প্রচারিত এই সংগীতায়োজনটি।
এবারের বিশেষ পর্বে প্রিয় শিল্পী রুনা লায়লাকে উৎসর্গ করে গান পরিবেশন করবেন জনপ্রিয় দুই সংগীত তারকা দিঠি আনোয়ার ও ক্লোজআপ ওয়ান তারকা প্রিয়াঙ্কা বিশ্বাস। তারা গাইবেন রুনা লায়লার গাওয়া বেশ কিছু গান।
এ অনুষ্ঠানে দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়া এসএমএস’র মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারেন।
সময় কাটুক গানে গানের প্রযোজনা করেছেন আসিফ রহমান ও আলমগীর রাসেল। উপস্থাপনায় নাবিলা ইসলাম।
মন্তব্য চালু নেই