রিয়াল মাদ্রিদের জার্সি পেয়ে যা বললেন শাহরুখ খান
বলিউডের সুপার স্টার শাহরুখ খান। খেলাধুলার প্রতি তার আগ্রহ প্রবল। ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। মাঝেমধ্যেই খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে মাঠে হাজির থাকেন।
ফুটবলেও তার আগ্রহ প্রবল। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের পাঁড় ভক্ত শাহরুখ খান। সেটা ভাল করেই জানে ক্লাব কর্তৃপক্ষ। তাই সম্প্রতি শাহরুখ খানের জন্য রিয়াল মাদ্রিদের একটি জার্সি উপহার পাঠিয়েছে তারা।
৫৫৫ নম্বর জার্সির পেছনে লেখা ‘এসআরকে’ তথা শাহরুখ খান। বলিউডের শক্তিমান এ অভিনেতা রিয়াল মাদ্রিদের জার্সি হাতে নিয়ে ছবি তুলেছেন। সেটা রিয়াল মাদ্রিদ তাদের ফেসবুক পেজে পোস্ট করেছে।
ওপরে লিখেছে, ‘ভারতের অন্যতম সেরা সুপার স্টার শাহরুখ খান রিয়াল মাদ্রিদের ফ্যান বলে আমরা গর্বিত।’ ইংরেজির পাশাপাশি স্প্যানিশ ভাষায়ও তারা এ কথা লিখেছে। প্রিয় ক্লাবের এমন উপহারের জবাব দিয়েছেন শাহরুখ খান।
রিয়ালের ওই পোস্টটি তিনি শেয়ার করে লিখেছেন, ‘রিয়াল মাদ্রিদ, আমি সত্যিই তোমাদের অনেক পছন্দ করি। ম্যাচের পর তোমাদের শুভেচ্ছা জানাই। এমন দারুণ উপহার পাঠানো জন্য তোমাদেরকে ধন্যবাদ।
মন্তব্য চালু নেই