রিয়ালের সামনে ভ্যালেন্সিয়া পরীক্ষা

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের মাঠে হেরে এই মুহূর্তে খানিকটা ব্যাকফুটে রিয়াল মাদ্রিদ। এর মাঝেই শনিবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে কার্লো আনচেলোত্তির দল।

লা লিগার শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ‘লস ব্লাঙ্কোস’দের। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২ টায়।

লা লিগায় এই মুহূর্তে ৩৫ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে রিয়ালের অবস্থান দ্বিতীয়। লিগে দুই দলেরই বাকি তিনটি করে ম্যাচ।

শনিবার রিয়ালের আগে বার্সা মাঠে নামছে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। সোসিয়েদাদকে হারাতে পারলে রিয়ালের চেয়ে পাঁচ পয়েন্ট নিয়ে যাবে বার্সা। তাই শিরোপার লড়াইয়ে থাকতে হলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় চাই রিয়ালের। তবে এর জন্য কঠিন পরীক্ষা দিতে হবে আনচেলোত্তির শীষ্যদের। কারণ লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ২-১ গোলে হেরেছিল রিয়াল।

এ ছাড়া ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ তিন ম্যাচে জয়বঞ্চিত হয় রিয়াল। তিনটি ম্যাচই ড্র হয়। তাই আজকের ম্যাচটি রিয়ালের জন্য প্রতিশোধেরও। লা লিগায় অবশ্য নিজেদের শেষ সাত ম্যাচেই জয় পেয়েছে রিয়াল। আজও তারা জয়ের ধারা ধরে রাখতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়!



মন্তব্য চালু নেই