রিহানার বুকে দেবতার ছবি

জনপ্রিয় মার্কিন ল্যাস্যময়ী পপগায়িকা ও অভিনেত্রী রিহানা বুকের ভেতর এঁকেছেন ইজিপ্সিয়ান দেবতার ছবি। নিজের আঁকা সাধের সে ছবি যদি অন্যকে না দেখাতে পারেন তাতে কি আর ছবি আঁকার স্বার্থকতা থাকল! রিহানা বেশ কয়েকদিন দেবতার এ ছবি ট্যাটু করে নিয়েছেন। তবে তিনি এ ট্যাটু শরীলের অন্যকোন জায়গায় আঁকেননি এঁকেছেন ঠিক বুকের মাঝখানটায়। ট্যাটু করবেন অথচ কেউ দেখতে পারবে না তাতো হতে পারে না। এছাড়া ট্যাটু করার স্বার্থকতাই বা থাকলো কোথায়? এজন্য তিনি পড়া শুরু করলেন ঢিলেঢালা লং কোর্ট আর খোলা থাকল তার বুকের বোতাম।

সম্প্রতি রিহানা এক ইটালির রেস্তরাঁয় ডিনারে গিয়েছিলেন আর সেখানেই তাঁকে দেখা গেল এররকম অবয়বে৷ খোলামেলা পোশাকে রিহানার শরীর প্রদর্শন এমন আর নতুন কিছু নয়। কিন্তু এবার তিনি সবার নজর কারলেন নিজের শরীরে এ ট্যাটু দেখানোর এ অভিনব ভঙ্গিতেই। জনপ্রিয় মার্কিন এ পপগায়িকা বিশ্বখ্যাত ফ্যাশন হাউজ ক্রিসচিয়ান ডায়র-এর মডেল নির্বাচিত হয়েছিলেন। তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ সুন্দরী যিনি এই ব্র্যান্ডের মডেল হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গ্র্যামি পুরস্কারে ভূষিতা এ সঙ্গীত সাম্রাজ্ঞী বরাবরই ফ্যাশন দুরস্ত হিসেবে অনেকের কাছেই বেশ জনপ্রিয়।



মন্তব্য চালু নেই