রিলের ফিতায় শরীর জড়ালেন পরী

শরীর জুড়ে ৩৫ মিলিমিটার রিলের ফিতা। মাথার চুলও এই কালো ফিতা দিয়ে তৈরী। দেখে মনে হচ্ছে, ভিন গ্রহের কেউ। তবে মায়ামাখা চোখ সে কথা বলছে না। চোখের চাহনি বলছে, এ অন্য কেউ নন হালের ক্রেজ অভিনেত্রী পরীমনি।

সম্প্রতি এমন পোশাকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। মালেক আফসারীর নির্মিতব্য অন্তর জ্বালা চলচ্চিত্রের একটি গানে এ পোশাক পরিহিত অবস্থায় দেখা যায় পরীকে। পরী ব্যবহৃত এই পোশাকটি ডিজাইন করেছেন জিমি।

ধলেশ্বরী নদীর পাশে মহেশখালী ও পিরোজপুরের মাঝামাঝি এ গানটির শুটিং সম্পন্ন হয়েছে। পিরোজপুরে টানা ৪৯ দিন এ সিনেমার শুটিং শেষে সম্প্রতি ঢাকায় ফিরেছেন শুটিং ইউনিট। চলচ্চিত্রটির কাজ প্রায় শেষের দিকে।

অন্তর জ্বালা চলচ্চিত্রে হিন্দু এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন পরীমনি। পরী ছাড়াও এতে আরো অভিনয় করছেন- জায়েদ খান, জয় চৌধুরী, মৌমিতা মৌসহ অনেকে।



মন্তব্য চালু নেই