রিজভীর পাহারায় ছাত্রদলের সভাপতি-সম্পাদক

ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান নেতা-কর্মীদের রোষানলে পড়তে পারেন। এই আশঙ্কায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তাদেরকে কেন্দ্রীয় কার্যালয় থেকে পাহারা দিয়ে ছাত্রদলের কার্যালয়ে পৌঁছে দিয়েছেন।

ছাত্রদলের শীর্ষ এই দুই নেতাকে নিয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে নেমে এসে রাজিব ও আকরামুলকে ছাত্রদলের কার্যালয়ে পৌঁছে দেন।

নিজ কার্যালয়ে পৌঁছে আকরামুল হাসান ঘণ্টাখানেক নেতা-কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করেন। এরপর সভাপতি ও সাধারণ সম্পাদক দ্রুত কার্যালয় ত্যাগ করেন।

এদিকে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা মির্জা আব্বাসের শাজাহানপুরের বাসায় তার সঙ্গে দেখা করেন। পদবঞ্চিতদের দাবি, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে পদ থেকে অব্যাহতি দিতে হবে।

ছাত্রদলের এই জটিল পরিস্থিতি সমাধান না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটি যেন কোনো কার্যক্রম চালাতে না পারে সেই দাবিও জানান তারা।



মন্তব্য চালু নেই