রিজভীকে ছাড়া যেমন কাটলো পরিবারের ঈদ

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে একটি বেজি উৎপাত করছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। পাঁচ মাসের বেশি সময় কারাগারে আটক রিজভী ও তার পরিবারের ঈদ কেমন কাটলো- এ বিষয়ে আমাদের সাথে একান্ত আলাপে এমন অভিযোগ করেছেন রিজভীর স্ত্রী আঞ্জুমান আরা আইভি।

আইভি বলেন, ‘ঈদের দিন আমি তাকে (রিজভী) দেখতে যেতে পারিনি। তবে যারা গিয়েছিল তারা আমাকে বলেছে, সে খুব ভালো নেই। আর তার শরীরও বেশি ভালো না এবং তার চেহারা খুব মলিন ও মুখটা একেবারে শুকনা দেখাচ্ছিল। এছাড়া তিনি অভিযোগ করেছেন, কারাগারে বড় একটা বেজি তাকে ডিস্টার্ব করে।’

কারাগারে বেজি আসবে কোথা থেকে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জানি না বেজি আসলো কোথা থেকে। তবে প্রতিদিন তাকে ওই বেজিটা ডিস্টার্ব করে। আর সে বেজি খুব অপছন্দ করে। এই বিষয় নিয়ে তিনি খুব টেনশনেও আছেন।’

বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়টি আমি এখনো জানি না।’

ঈদের প্রসঙ্গে কথা বলতে আইভি জানান, যেহেতু তার স্বামী কারাগারে রয়েছেন, এ কারণে এবার তারা ঈদ করতে গ্রামের বাড়িতে যাননি।

ঈদের দিনটা কীভাবে কাটালেন- জানতে চাইলে বলেন, ‘সারাদিন বাসাতেই ছিলাম। কারণ, আমি খুব অসুস্থ, তাই বাইরে বের হওয়া হয়নি। ঈদের দিন স্বামীকে পাশে পায়নি এ কারণে খুব একাকী লাগছিল। অনেক আশা ছিল নিজে ভালো কিছু রান্না করে খাওয়াবো। আপনি বলুন, কয়জন স্ত্রীর ভাগ্যে এমন হয় যে ঈদের দিন স্ত্রী তার স্বামীকে পাশে পায় না?’

ঈদের দিন বোন, দুলাভাই, বিএনপির নেতাকর্মী ও আইনজীবীরা কারাগারে রিজভীকে দেখতে গিয়েছিলেন বলেও জানান তিনি।

কিছু রান্না করে দিয়েছিলেন কি না- জানতে চাইলে বলেন, ‘হ্যাঁ তার জন্য অনেক কিছুই আমি নিজের হাতে রান্না করে দিয়েছি। সে যা যা খেতে পছন্দ করে সেগুলোই মূলত ঈদের দিন আমি রান্না করেছি।’

কী কী খাবার পাঠিয়েছেন- জানতে চাইলে বলেন, ‘কারাগারে তাকে পাঠানো খাবারগুলোর মধ্যে রয়েছে- ভাত, মাছ, মাংস, সেমাই ইত্যাদি। তবে আমি মাংস পাঠাতে চাইনি। কারণ, আমি জানি তিনি মাংস খাবেন না, মাছ খাবেন।’

দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তিকে কেন্দ্র করে সৃষ্টি রাজনৈতিক উত্তাপের মধ্যে চলতি বছরের ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশান পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাবের হাতে আটক হন রিজভী। এরপর দফায় দফায় তাকে রিমান্ডে নিয়ে হয়েছে। বাংলামেইল



মন্তব্য চালু নেই