রায় শুনে বিধ্বস্ত খান পরিবার, অসুস্থ হয়ে পড়লেন সালমনের মা

গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়া মামলায় মুম্বইয়ের দায়রা আদালতে রায় ঘোষণা হওয়ার কথা ছিল আজ। এই মামলা অভিযুক্ত সলমন খানের মঙ্গল কামনায় পরিবারের সদস্যদের পাশাপাশি ভক্তরাও প্রার্থনায় বসেছিলেন। গত রাত থেকে পরিবারের মা সালমা খান, দাদা আরবাজ ও ভাই সোহেল খান সহ পরিবারের অন্যান্য সদস্যরা প্রার্থনায় বসেছিলেন। বলিউড অভিনেতার মা তো বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছিলেন। এদিন আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর শোকবিহ্বল হয়ে পড়ে খান পরিবার। রায় শুনে আদালত কক্ষেই কান্নায় ভেঙে পড়েন বোন আলভিরা। জানা গিয়েছে, আদালতে পৌঁছনোর পরও স্বাভাবিকই ছিলেন ৪৯ বছরের অভিনেতা। কিন্তু আদালত সাজা সম্পর্কে প্রশ্ন করার পর নিজেকে আর ধরে রাখতে পারেননি বলিউডের দবাং অভিনেতা। তিনি কেঁদে ফেলেন। ভাই সোহেল খান আদালত ছেড়ে বেরিয়ে আসেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছুই বলেননি দৃশ্যতই বিধ্বস্ত সোহেল।

জানা গিয়েছে, আদালতের রায় জানার পরই অসুস্থ হয়ে পড়েন সলমনের মা সালমা। সলমনের বাবা সেলিম খান সালমার সঙ্গে রয়েছেন।



মন্তব্য চালু নেই