রায় কার্যকরে দ্রুত ব্যবস্থা নেবে সরকার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

একই সঙ্গে মামলার রায় দ্রুত কার্যকরে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার গুলশানের নিজ বাসভবনে নিজামীর রায়ের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘নিজামীর বিরুদ্ধে অন্য সব অভিযোগ থাকলেও বুদ্ধিজীবী হত্যার দায়ে তার মৃত্যুদণ্ড প্রাপ্য ছিলো। ট্রাইব্যুনাল তাদের বিচারিক কর্মকাণ্ডে একেবারেই স্বাধীন। সেক্ষেত্রে এ রায় নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই।’

রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার অধিকার বিষয়ে ট্রাইব্যুনালের নতুন আইন উত্থাপন বিষয়ে তিনি বলেন, ব্যস্ততার কারণে মন্ত্রিপরিষদের কয়েকটি সভায় প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেননি।

উল্লেখ, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।



মন্তব্য চালু নেই