রায়ের আগে রাতে সালমানের বাড়িতে শাহরুখ
দীর্ঘদিন ধরে চলছে এই মামলা। সেই ২০০২ থেকে। বুধবার কি সিদ্ধান্ত নেবে আদালত সেদিকে তাকিয়ে গোটা বলিউড। সালমান খানের ভাগ্য নির্ধারণের আগে শেষ মুহুর্তে তাঁর পাশে থাকল ইন্ডাস্ট্রি।
শুনানির আগের রাতে বাড়িতে গিয়ে দেখা করে এলেন কিং খান। বলি তারকাদের ভিড় উপচে পড়ল সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে।
শাহরুখ খান ছাড়াও তাঁর বাংলোতে এদিন উপস্থিত হন সাজিদ নাদিয়াওয়ালা, ডেভিড ধাওয়ান, সালমানের একসময়ের সঙ্গিনী সঙ্গীতা বিজলানি প্রমুখ।
এছাড়া তাঁর দুই বোন আলভিরা ও অর্পিতা, ভাই আরবাজ খান, বাবা সেলিম খানও এদিন রাতে সালমানের সঙ্গে সময় কাটান। রাত ১ টা নাগাদ উপস্থিত হন শাহরুখ।
দীর্ঘ পাঁচ বছর এই দুই খানের সম্পর্কের অনেক চাপান-উতোর চলেছে। অর্পিতার বিয়ের সময় সম্পর্কের বরফ গলে। এদিন রাতে দীর্ঘক্ষণ তিনি কথা বলেন সালমানের সঙ্গে।
মন্তব্য চালু নেই