রায়গঞ্জের ঘুড়কা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

উন্নয়নমূলক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৪ নম্বর ঘুড়কা ইউপি চেয়ারম্যান ও সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ শাহিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরিফা আহমেদ স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় ওই চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্তের খবর জানানো হয়।

এতে আরো উল্লেখ রয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ এ তথ্য নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ শাহীনকে সাময়িকভাবে বরখাস্তের একটি আদেশ পাওয়া গেছে।

ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে নানা উন্নয়নমূলক প্রকল্পের টাকা আত্মসাৎ ও জনস্বার্থ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহীনের বিরুদ্ধে ইউপি সদস্যরা এবং জনসাধারণের পক্ষ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়।



মন্তব্য চালু নেই