রাস্তায় রিক্সা থামিয়ে তরুণীকে কষে চড়! (ভিডিও)
এইতো মাত্র কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি পেইজের মাধ্যমে এক কিশোরীর চড় মারার ভিডিও ছড়িয়ে পরে অনলাইনে আর খুব অল্প সময়ের মধ্যেই তা ব্যাপক আলোড়ন তোলে। সমালোচনারও জন্ম দেয় সেই ভিডিও। আর ব্যাপক সমালোচনার মুখে সেই কিশোরকে গ্রেপ্তারও করে পুলিশ।
আর এবার প্রায় সেই একই ধরণের একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে ফেসবুকের পেজে পেজে। তবে এবার আর কিশোর-কিশোরী নয় কিংবা অপ্রাপ্ত বয়স্কও নয়, এক তরুন, যে কিনা একটি মেয়ের রিক্সা থামিয়ে কিছুক্ষনের কথোকথনের এক পর্যায়ে সজোরে তরুনীটিকে চড় কষে দেয়।
কথা হল কোন ধরণের সামাজিক অবক্ষয়ের মধ্যে দিয়ে চলছে আমাদের সমাজ? একটা মেয়েকে এভাবে অপমান করা হল, আর সেখানে অন্য কেউ কি ছিল না তার প্রতিবাদ করার, বরং ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে তৃতীয় কোন ব্যক্তিই ভিডিও চিত্রটি ধারণ করেছে?
আমাদের বিবেক , মূল্যবোধ, নারীর প্রতি নূন্যতম সম্মান যতদিন ভেতর থেকে জাগ্রত না হবে, ততদিন কি বন্ধ হবে এধরণের অপরাধ।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=pKg3RjvpNbg
মন্তব্য চালু নেই