রাস্তায় উপাচার্যকে অপহরণের চেষ্টা!

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. আল-নকীব চৌধুরীকে অপহরণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ঢাকা যাওয়ার পথে ঢাকা-বনপাড়া সড়কের সলঙ্গার কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাটোরের বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এম আবদুল আলীম জানান, বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ড. আল-নকীব চৌধুরী ঢাকায় যাচ্ছিলেন। বেলা ৩টার দিকে ঢাকা-বনপাড়া সড়কের টোলপ্লাজার কাছে তিনটি মাইক্রোবাস ড. আল-নকীব চৌধুরীর গাড়ি অনুসরণ করে। এরপর সলঙ্গার কাছে গিয়ে গাড়ির গতিরোধ করে তাঁকে অপহরণের চেষ্টা করে। একপর্যায়ে সন্ত্রাসীরা ভিসির ওপর হামলার চেষ্টা চালায়। চালকের বিচক্ষণতা এবং স্থানীয়দের সহযোগিতায় তিনি রক্ষা পান। পরে তিনি নাটোর এবং সিরাজগঞ্জ পুলিশ সুপারের সহযোগিতায় ঢাকার পথে রওনা দেন।

এ ঘটনায় পাবনা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অপহরণচেষ্টার ব্যাপারে ড. আল-নকীব চৌধুরী বলেন, কী কারণে তাঁকে অপহরণচেষ্টা ও হামলাচেষ্টা করা হলো, তা তিনি অনুধাবন করতে পারছেন না।

ভিসি আল নকীব চৌধুরী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. কামাল আবদুল নাসের চৌধুরীর বড় ভাই।



মন্তব্য চালু নেই