রাস্তার পাশে বস্তা, ভেতরে জীবিত নবজাতক

ঢাকার ধামরাই উপজেলায় রাস্তার পাশে ফেলে যাওয়া একটি বস্তার ভেতর থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার সোয়াপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাস্তার পাশে বস্তার ভেতরে জীবিত এক নবজাতককে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটি উদ্ধার করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, নবজাতকের স্বজনদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পরিচয় গোপনের জন্য নবজাতকটি ফেলে গেছে স্বজনরা।

ওই নবজাতককে রাজধানীর আজিমপুরের ‘ছোটমনি নিবাসে’ পাঠানো হবে বলে জানান ওসি।



মন্তব্য চালু নেই