রাসূল (সা.) কবর জিয়ারতের সময় এই দোয়াটি পড়ার আদেশ দিয়েছেন
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাবাহায়ে কেরামদের কবর জিয়ারত করতে যেতেন। তিনি তাদের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন। মানুষের মৃত্যুর পর তাদের জন্য দোয়া ও ইস্তিগফার করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত হিসেবে সাব্যস্ত।
কবর জিয়ারতের সময় বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরবাসীদের জন্য দোয়া করার সময়ে এ দোয়া পড়ার আদেশ দিয়েছেন-
উচ্চারণ : ‘আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারে মিনাল মু’মিনিনা ওয়াল মুসলিমিন; ওয়া ইন্না ইন শাআ’ল্লাহু লালা-হিকুনা আসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আ’ফিয়াহ।’
অর্থ : সব মোমিন ও মুসলিম কবরবাসীর ওপর সালাম (শান্তি)। আল্লাহর ইচ্ছায় আমরাও আপনাদের (মৃতব্যক্তিদের) সঙ্গে মিলিত হবো। আমরা আমাদের এবং আপনাদের ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।
মন্তব্য চালু নেই