রাসিক মেয়র বুলবুল বরখাস্ত

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাশকতার মামলায় গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। পুলিশের আবেদনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

আদেশে বলা আছে, ‘মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, পিতা আ. রশিদ, পোস্ট- সফুরা, থানা- বোয়ালিয়া, জেলা- রাজশাহী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র। যেহেতু তার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা নম্বর ৩৮, ৩৭, ৪১, ০৮- এর চার্জশীট চিফ মেট্রোপলিট্রন আদালতে দাখিল করা হয়েছে। এবং চিফ মেট্রোপলিট্রন আদালতে তা গৃহিত হয়েছে, সেহেতু মেয়র মোসাদ্দেক হোসেনকে স্থানীয় সরকার আইন (সিটি করপোরেশন) ২০০৯ এর ধারা ১২ উপধারা (১) এর প্রদ্ত্ত্ব ক্ষমতা বলে তাকে সাময়িক বরখাস্ত করা হল।’

প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি মোবাইল ফোন রিসিভ না করার কারণে বক্তব্য পাওয়া সম্ভব হয় নি।

রাসিকের একটি সূত্র জানায়, স্থানীয় সরকারের আইনে (সিটি করপোরেশন) যেকোনো মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালত চার্জশিট গ্রহণ করলে তাকে সাময়িক অপসারণের বিধান রয়েছে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ধারা ১২ ধারায় মেয়র ও কাউন্সিলরদের সাময়িক বরখ স্তের বিষয়টি এতে উল্লেখ করা হয়েছে। নাশকতাসহ বিভিন্ন মামলায় রাজশাহী সিটি মেয়র বুলবুল পলাতক রয়েছেন।

রাজশাহীতে ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে নাশকতা, সহিংসতা, জানমাল ও সম্পদ বিনষ্টে ভয়াবহতা এবং বিস্ফোরক আইনে মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় কয়েকটি মামলা হয়। তার বিরুদ্ধে পুলিশের দেয়া চারটি মামলার চার্জশিট আদালত গ্রহণ করেন। সম্প্রতি রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ বিষয়টি জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন। এতে মেয়র বুলবুলকে সাময়িক বরখাস্তের ব্যাপারে সুপারিশ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বুলবুলের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতাসহ বিভিন্ন ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় চারটি মামলা হয়েছে।

এগুলো হলোÑ মামলা নং ৩৮, এটি ২০১৩ সালের ২৬ ডিসেম্বর দায়ের করা হয়। ধারা ১৪৭/১৪৮/১৪৮/১৮৬। গত ২৫ মার্চ আদালত এই মামলার অভিযোগপত্র গ্রহণ করে। মামলা নং-৩৭, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর দায়ের করা হয়। এটি ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলী আইনের ৩ ধারায় মামলা হয়।

২০১৪ সালের ৩০ সেপ্টম্বর এ মামলার চার্জশিট গ্রহণ করে। মামলা নং-৪১, ২০১২ সালের ২২ এপ্রিল মামলাটি দায়ের করা হয়। ধারা ১৪৩/১৫৩/৩৩২/৪২৭/৩৪ দ- বিধি। এই মামলায় ২০১৪ সালের ১৮ মার্চ আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে। মামলা নং-০৮, এটি ২০১১ সালের ৪ দায়ের করা হয়। ধারা, ১৪৩/১৫২/১৫৩সহ আরো ধারা রয়েছে। ২০১৪ সালের ১০ মার্চ আদলত চার্জশিট গ্রহণ করেন।

এর আগে, গত ২৩ জানুয়ারি মেয়র বুলবুলের বরখাস্তের আদেশ চেয়ে পুলিশ সদর দফতরে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য চিঠি পাঠিয়েছিলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

এদিকে মেয়র বুলবুলের বরখাস্তের বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনে তিনবার নির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান কামরু বলেন, এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রাজশাহী সিটি করপোরেশনে এসে পৌঁছেছে। তবে এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেছেন।



মন্তব্য চালু নেই