রাসিকের নতুন মেয়র নিজাম-উল আজীম

রাজশাহী : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজাম-উল আজীমকে।

সোমবার রাত সোয়া ৮টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বার্তা এসে পৌঁছেছে। তিনি জানান, নিজাম-উল আজীমকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৭ মে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় সংশ্লিষ্ট তদন্তক কর্মকর্তারা আদালতে চার্জশিট দাখিল করেছেন। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।



মন্তব্য চালু নেই