রাষ্ট্রপতি দুবাই যাচ্ছেন আজ
রাষ্ট্রপতি আবদুল হামিদ দশম বিশ্ব ইসলামিক ইকনোমিক ফোরামে (ডব্লিউআইইএফ) যোগদানের উদ্দেশে আজ সোমবার দুবাই যাচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানূল করিম বাসসকে জানিয়েছেন, রাষ্ট্রপতি আজ সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
ডব্লিউআইইএফ সম্মেলন শুরু হবে ২৮ অক্টোবর। ওইদিনই রাষ্ট্রপতি আবদুল হামিদ সম্মেলনে ভাষণ দেবেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে রাষ্ট্রপতি দুবাই সফরে যাচ্ছেন।
তিনি ২৯ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ এ ফোরামে (ডব্লিউআইইএফ) যোগ দেবেন।
রাষ্ট্রপতি ২০১৩ সালে লন্ডনে অনুষ্ঠিত নবম বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরামে যোগ দিয়েছিলেন।
মন্তব্য চালু নেই