রামুতে হোমিও চিকিৎসককে গুলি করে হত্যা
কক্সবাজারের রামুতে জমি নিয়ে বিরোধে মহিউদ্দিন (৫০) নামে এক হোমিও চিকিৎসককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার ভোরে রামু উপজেলার ঈদঁগড়ের শরিফ পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দিলোয়ারা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রামু থারার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্রধর জানান, শরিফ পাড়ার বাসিন্দা ফয়েজ আহমদের ছেলে হোমিও চিকিৎসক মহিউদ্দিনের সঙ্গে দক্ষিণ শরিফ পাড়ার মৃত নুরুচ্ছফার ভাইদের ৯ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে ওই জমিতে মহিউদ্দিন একটি ঘর নির্মাণ শুরু করেন।
বৃহস্পতিবার ভোরে মহিউদ্দিনকে নির্মাণাধীন বাড়িতে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা ও গুলি চালায়। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় প্রবাসী আসাদুজ্জানের স্ত্রী দিলোয়ারা বেগমকে আটক করা হয়েছে।
মন্তব্য চালু নেই