রামপাল চুক্তি ও জঙ্গি হামলার প্রতিবাদে রাবিতে নানা কর্মসূচি

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি ও দেশব্যাপী জঙ্গি হামলার প্রতিবাদে গান, কবিতা, বিক্ষোভ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। রোববার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মসূচি পালন করে।

এদিন বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জোটের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে তারা প্রতিবাদী গান, কবিতার মাধ্যমে রামপাল চুক্তি ও জঙ্গিবাদের প্রতিবাদ জানান। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে।

গত ১ আগস্ট সংবাদ সম্মেলন করে মাসব্যাপী কর্মসূূচির ঘোষণা দেন জোটের নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী প্রতিবাদি মিছিল-সমাবেশ, প্রতিবাদী নাটক, গান কবিতা, মোমবাতি মিছিল, ব্যঙ্গচিত্র প্রদর্শনী, গণস্বাক্ষর কর্মসূচিসহ নানা কর্মসূচি পালন করবেন।



মন্তব্য চালু নেই