রামদায় শান দেওয়া সেই দুই ছাত্রলীগকর্মী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে রামদায় শান দেওয়ার সময় গণমাধ্যমে প্রকাশিত ছবির সেই দুই ছাত্রলীগকর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার বিকেল পৌনে পাঁটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী তার নির্বাহী ক্ষমতা বলে এই দুজনকে সাময়িকভাবে বহিষ্কার করেন।

বহিষ্কৃত ওই দুই ছাত্রলীগ কর্মী হলেন ব্যবস্থাপনা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মিজানুর রহমান খান ও চারুকলা ইনস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হায়দার ওরফে টাইগার মোফা।
তারা দুজনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে পরিচিত।
গত সোমবার সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল আবাসিক হলের তৃতীয় তলার বারান্দায় দুজনকে রামদায় শান দিতে দেখা যায়। রামদায় শান দেওয়ার ওই ছবি পরদিন মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা জানান, সংঘর্ষ চলাকালীন রামদায় শান দেওয়ার সময় তোলা দুই শিক্ষার্থীর ছবি গণমাধ্যমে এসেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জন্য খুব বিব্রতকর। আমরা তাদের অ্যাকাডেমিকভাবে চিহ্নিত করেছি।

বুধবার বিকেলে উপাচার্য তার নির্বাহী ক্ষমতাবলে তাদের বহিষ্কার করেন।



মন্তব্য চালু নেই