রাবি শিক্ষক ফরিদ আহমেদ আর নেই
ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানান, রোবাবার সন্ধ্যায় তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে বাথরুমে পড়ে যান। পরে দ্রুত রাজশাহী মেডিকেলে নেওয়া হলে সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, পরীক্ষা কমিটির দায়িত্ব পালন করায় রোবাবারও তিনি বিভাগে এসেছিলেন। এ সময় তিনি বিভাগের শিক্ষার্থীদেরকে তার অসুস্থতার কথা জানান। এই শিক্ষকের গ্রামের বাড়ি রংপুর সদরে। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী তালাইমারিতে একটি ভাড়া বাসায় থাকতেন। আগামীকাল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মন্তব্য চালু নেই