রাবি ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক যুগপূর্তি উৎসব
ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক যুগ পূর্তি উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চতুর্থ বিজ্ঞানভবন চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
উদ্বোধন অনুষ্ঠানের পর বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের অধিকর্তা প্রফেসর আবুবকর মো.ইসমাইল ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান। সেখানে অন্যান্যের মধ্যে বিভাগ প্রতিষ্ঠাকালীন সভাপতি প্রফেসর সি এম মোস্তফা উপস্থিত ছিলেন। বিভাগের সভাপতি ড. মো.সাইফুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
বিভাগের যুগ পূর্তি উপলক্ষে বেলা ১২টা থেকে গেমস্ শো, বিকেলে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীনবরণ, বিদায়সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই