রাবি ‘বিএফডিএফ’র নতুন সিইএম শাহাদাৎ

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি : শাহাদাৎ হোসেনকে প্রধান নির্বাহী সদস্য (সিইএম) করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজনেস স্ট্যাডিস ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ) এর ২০১৬ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সংগঠনের আয়োজনে এক ইফতার মাহফিল শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

প্রতিবছর সদস্যদের ভোটের মাধ্যমে প্রধান নির্বাহী সদস্য নির্বাচিত হন। এছাড়া ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে ৫জনকে যৈষ্ঠ্য নির্বাহী সদস্য করে কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা ও নির্বাচন পরিচালনা করেন, বিএফডিএফ এর উপদেষ্টা প্রফেসর আজম শান্তনু ও সুলাইমান চৌধুরী। বিএফডিএফ এর সপ্তম এ কমিটিতে মনিরুল ইসলাম অপু, মো. শাওন, নাজমুল হাসান সজিব, বুরহান কবির , ফাহমিদা আফরোজকে যৈষ্ঠ্য নির্বাহী সদস্য করা হয়।

উল্লেখ্য, ‘জয়েন বিএফডিএফ, এক্সপ্রেস ইয়োরসেলফ’ স্লোগানে ২০০৮ সালে রাবিতে বিএফডিএফ যাত্রা শুরু করে। বিতর্কের এ সংগঠনটি জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

RU BFDF New Committee pic -14.06.2016 (2)



মন্তব্য চালু নেই