রাবি ফিশারিজ বিভাগের প্রতিবাদী মানববন্ধন
ইয়াজমি ইসলাম পলাশ, রাবি (রাজশাহী): ৩৭ তম বিসিএস এ উপ সহকারী পরিচালক (মৎস্য) পদে প্রণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির প্রতিবাদে মানবন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফিশারিজ বিভাগের শিক্ষার্থীরা। রবিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন হয়।
ফিশারিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তাসকিন পারভেজ শাতিলের সঞ্চালনায় মনববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ৩৭ তম বিসিএস এ উপ সহকারী পরিচালক (মৎস্য) পদে আগে শুধুমাত্র ফিশারিজ বিভাগ থেকেই ক্যাডার নিয়োগ হতো। কিন্তু ৩৭ তম বিসিএসএ পিএসসি (বাংলাদেশ সরকারি কর্মকমিশন) সম্পূর্ণ অযৌক্তিকভাবে প্রণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমরা এ সিদ্ধানের নিন্দা জানায়।
শিক্ষার্থীরা আরো বলেন, ‘ফিশারিজ বিভাগ থেকে ৬ থেকে ৭ বছর পড়ে এ বিষয়ে যে জ্ঞান অর্জন করা হয় অন্য বিভাগে পড়ে তা সম্ভব নয়। তাই এ ক্যাডারে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের নেয়া হলে অদক্ষতার কারনে দেশের মৎস্যখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে। পাশাপাশি যোগ্যরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।’
এসময় তিন দিনের মধ্যে দাবি মেনে না নিলে ঢাকা মৎস্য ভবন ঘেরাও করা হবে বলে মনববন্ধন থেকে আল্টিমেটাম দেয়া হয়।
মন্তব্য চালু নেই