রাবি ছাত্রদলের সম্পাদক আটক ॥ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে আটকের প্রতিবাদে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল।

বৃহস্পতিবার রাতে এ ধর্মঘটের ডাক দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আটক নেতার নিঃশর্ত মুক্তিসহ ছয় দফা দাবিতে শনিবার থেকে এ ধর্মঘট চলবে বলে তারা জানান।

ছাত্রদল অভিযোগ করেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর মেহেরচন্ডী কড়াইতলা এলাকায় তার নিজ বাড়ি থেকেunnamed মহানগর ডিবি পুলিশ তাকে আটক করেছে।

তবে আটকের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জাহেদুর রহমান জানান, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদককে আটকের ব্যাপারে আমার জানা নেই।’

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনও আটকের বিষয়টি অস্বীকার করেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ জানান, ‘সন্ধ্যার দিকে কামরুল হাসানের নিজ বাড়িতে তল্লাশি চালায় ডিবি পুলিশ।

এ সময় তাকে বাসা থেকে আটক করার পর মারধর করতে করতে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় ডিবি পুলিশ। এর প্রতিবাদে আগামী শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’



মন্তব্য চালু নেই