অন্তর সভাপতি, আকাশ সাধারণ সম্পাদক
রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন
ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি : ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আব্দুল মজিদ অন্তরকে সভাপতি এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী আকাশ কুমারকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
বুধবার দুপুর দেড় টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির নাম জানানো হয়। আবদুুল মজিদ অন্তর বিশ্ববিদ্যালয় তীর্থক নাটকের আহ্বায়ক এবং আকাশ কুমার বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাংগঠনিক সম্পাদক।
কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, সভাপতি মন্ডলীর সদস্য-রোকনুজ্জামান রোকন, জাকিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম তুহিন ও স্নিগ্ধা রাণী চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অন্তর আলী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা হিরো, অর্থ সম্পাদক মীর আল-আমিন, দপ্তর সম্পাদক অনুরদ্ধ রায়, জনসংযোগ সম্পাদক মাসদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক স্বপন কুমার রায় প্রমুখ।
এছাড়াও সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে তমালিকা বিশ্বাস, মিঠু বিশ্বাস ও আনসারুল আলম দায়িত্ব পালন করবেন।
মন্তব্য চালু নেই