রাবির ভর্তি-যুদ্ধে প্রতি আসনের বিপরীতে ৪৩ জন

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে অংশগ্রহণ করছেন ৪৩ পরীক্ষার্থী। এ বছর চার হাজার ১৪৯ সিটের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ৭৮ হাজার ৯৫৯ জন। আবেদনের সময়সীমা ছিলো গত ১৮ সেপ্টেম্বর থেকে গত রোববার রাত ১২টা পর্যন্ত এ আবেদন জমা পড়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘এ’ ইউনিটে ৯৪১ সিটের বিপরীতে ২১ হাজার ২৩১, ‘বি’ ইউনিটে ২০০ সিটের বিপরীতে ১৭ হাজার ৯৭২, ‘সি’ ইউনিটে ৬৬০ সিটের বিপরীতে ৩২ হাজার ৮০২, ‘ডি’ ইউনিটে ৫২০ সিটের বিপরীতে ১৭ হাজার ৫২৮, ‘ই’ ইউনিটে ৮০৮ সিটের বিপরীতে ২৪ হাজার ১৮৬, ‘এফ’ ইউনিটে ৪২৬ সিটের বিপরীতে ১৯ হাজার ৯২৯, ‘জি’ ইউনিটে ২১২ সিটের বিপরীতে ১৩ হাজার ৯২৬, ‘এইচ’ ইউনিটে ২৭২ সিটের বিপরীতে ২৯ হাজার ৫৭, ‘আই’ ইউনিটে ১২০ সিটের বিপরীতে দুই হাজার ৩১৮ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।

মোট নয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুধুমাত্র ২০১৬-তে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ২০১৫ সালে উত্তীর্ণদের দ্বিতীয়বার ভর্তির আবেদনের সুযোগ থাকছে না। ৫৬টি বিভাগের ও দুইটি ইনস্টিটিউটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও ৫৫৪টি আসন মুক্তিযোদ্ধা, পোষ্য কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত রয়েছে।

আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd বিস্তারিত তথ্য জানা যাবে।



মন্তব্য চালু নেই