রাবির অধ্যাপক আব্দুর রহমান আর নেই
ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক কোষাধ্যক্ষ ও অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আব্দুর রহমান (৭৭) বার্ধক্যজনিত রোগে বৃহস্পতিবার সকালে নিজ গৃহে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার একডালা গ্রামে জন্মগ্রহণ করেন। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাযা শেষে বিশ্ববিদ্যালয়ের গোরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
অধ্যাপক আব্দুর রহমান ১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের পর সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা, সৈয়দ আমীর হলের প্রাধ্যক্ষ, অর্থনীতি বিভাগের সভাপতি, ফাইন্যান্স কমিটির সদস্য, এ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, রাকসুর কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান গভীর শোক প্রকাশ করেছেন।
মন্তব্য চালু নেই