রাবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১৭ জানুয়ারি
ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ১৭ জানুয়ারি। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক সহযোগী অধ্যাপক মশিহুর রহমান স্বারক্ষিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞাপ্ততে বলা হয়, আগামী ৩ জানুয়ারি শেষ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। এর আগে ১ জানুয়ারি ২০১৭ থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা ১৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৪ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। এবারে ভর্তি পরীক্ষায় ৪ হাজার ১৪৯ সিটের বিপরীতে ৭৮ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।
মন্তব্য চালু নেই