রাবিতে হাসান আজিজুল হক : সৌন্দর্যের জন্যই তৃষ্ণা

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি : সৌন্দর্য সৃষ্টি ও উপভোগ মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। মানুষ এর জন্য পিপাসার্ত থাকে। সৌন্দর্য সৃষ্টির চেষ্টা যারা করেন তাদের নিকট আমরা বাধিত থাকি। সৌন্দর্যই সত্য, সত্যই সুন্দর। বিশুদ্ধ সৌন্দর্য অত্যন্ত সরল। আর এ কাজগুলো যারা করেন তাদের মধ্যে চারুকলা অন্যতম। যার চোখ নেই তার আঁধারকেই সুন্দর বলে ধরে নিতে হবে। বিশুদ্ধতার চর্চা করে একজন আর্টিস্ট, যারা চারুকলায় কাজ করেন। মূলত সৌন্দর্যের জন্যই তৃষ্ণা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা অনুষদে ৯দিনব্যাপী বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।

অনুষ্ঠানের শুরুতে জয়নুল আবেদীনের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ। চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. আবু তাহের, সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান।

উদ্বোধন শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। এতে সকল মাধ্যমে শ্রেষ্ঠ পুরষ্কারে মনোনীত হন চিত্রকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরে আলম মিয়া।

প্রদর্শনীটি বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভবনে আগামী ছয় জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। প্রদর্শনীতে তিন বিভাগের ২৮৮ শিক্ষার্থীর মোট ৩৭৯টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।



মন্তব্য চালু নেই