রাবিতে স্বজন এর ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘স্বজন’ এর উদ্যোগে মুন্নুজান হলের সামনে ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ¯^জনের আয়োজনে হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী আধ্যাপক কামরুন নাহার, বিশেষ অতিথি ছিলেন হল সুপার নিলুফার ইয়াসমিন। পরবর্তীতে স্বজনের কাজ দেখতে আসেন মন্নুজান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক তানজিমা জোহরা হাবিব।
এসময় স্বজনের সভাপতি ইমাম উদ্দিন ইমু বলেন, স্বজন সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সকলে যেন ব্লাডের গ্রুপ জেনে রক্ত দানে এগিয়ে আসে এজন্যই এধরনের আয়োজন। এছাড়া হল শাখাগুলোর কার্যক্রমকে গতিশীল করা এবং সবাইকে স্বজন সম্পর্কে ধারনা দেওয়া এ কর্মসূচির উদ্দেশ্য।
এসময় উপস্থিত ছিলেন, স্বজনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি ইমাম উদ্দিন ইমু, সহ-সভাপতি ফাহমিদা লাইজু, লাবু রেজা, সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল, সাংগনিক সম্পদক তারেক মাহমুদ, প্রচার সম্পাদক রেজাউল করিম শামীম, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, সহ-অর্থসম্পাদক আশিক, মন্নুজান হলের সভাপতি সুরভী পারভীন, সাধারণ সম্পাদক আম্বিয়া খাতুন আখি ঐশিসহ স্বজনের কর্মীরা।
প্রসঙ্গত, ‘এসো মোরা হই স্বজন, থাকবে মোদের রক্তের বন্ধন’ প্রতিপাদ্যে ২০০২ সালের ১২ আক্টোবর রাবিতে স্বজন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারা দেশে তাদের ১০ হাজারের অধিক কর্মী রয়েছে। প্রতি মাসে স্বজন গড়ে দুই’শ ইউনিট রক্ত দান করে থাকে।
মন্তব্য চালু নেই