রাবিতে স্বজন’র যুগপূর্তি উৎসব পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন স্বজন’র একযুগ উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে উৎসবের উদ্বোধন করেন উপউপাচার্য ও স্বজনের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, স্থায়ী উপদেষ্টা ফার্মেসী বিভাগের সভাপতি প্রফেসর মীর ইমাম ইবনে ওয়াহেদ, উপউপদেষ্টা আরবী বিভাগের প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ প্রমুখ।

এ ছাড়া বিকেল ৩টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও প্রধান আলোচক ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।



মন্তব্য চালু নেই