রাবিতে সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় হলের ডাইনিং রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করে সোহরাওয়ার্র্দী হল ছাত্রলীগ।
সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেজান মাহমুদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রেজার সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. আনিসুর রহমান, আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমান, রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লব প্রমুখ।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল গালিব, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ স¤্রাট সহ বিভিন্ন হলের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই